• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় নিহত ১


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০২:৩৬ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত ১

জয়পুরহাটে ট্রাকের চাপায় আব্দুল মোমিন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোমিন উপজেলার রামভদ্রপুরের ত্রিপুরা গ্রামের ইউসুব আলীর ছেলে। আহত জয়নুল উপজেলার নন্দইল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, বেলা ১১টার দিকে বগুড়া থেকে হিলি যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ২ জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোমিনের মৃত্যু হয়।

ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানা নিয়ে যায় পুলিশ। 

Link copied!