• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০৮:১৭ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনালের সামনে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শুক্রবার বিকেলে একটি প্রাইভেটকার ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার যাত্রী জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে তিনি তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Link copied!