নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের বুড়িখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিনি রানী বিশ্বাস (৪০) ও মমতা বিশ্বাস (৫০)। মিনি যশোর জেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের হরিচাদ বিশ্বাসের স্ত্রী ও মমতা বিশ্বাস একই এলাকার সোহাল বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার সমসপুর এলাকা থেকে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা যোগে ৩৫-৩৮ জন নারী-পুরুষ লোহাগড়া উপজেলার জয়পুরের শিব চতুর্দশী মেলায় যাচ্ছিলেন। পথে বুড়িখালি নামক স্থানে তারা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি একটি বাসের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, বাস-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে অটো রিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন।