কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী বিপ্লব চন্দ্র দাস (৪৬) নামের এনজিও কর্মী নিহত হয়েছেন। তিনি বাজিতপুর এফএইচপির এসএমই শাখায় কর্মরত ছিলেন।
শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর মনোহরপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুই সন্তানের জনক বিপ্লব চন্দ্রদাস ময়মনসিংহের ফুলবাড়ীয়ার মৃত্যুঞ্জয় দাসের ছেলে বলে জানা যায়।
পরিবার সূত্রে জানা যায়, বিপ্লব চন্দ্র দাস বি-বাড়ীয়া থেকে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল বাজিতপুর অফিসে যাওয়ার পথে কুলিয়ারচরের মনোহরপুর এলাকায় কিশোরগঞ্জ থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, “আমরা ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”