• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৫


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ১২:২৯ পিএম
সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৫

পাবনা সদর উপজেলার আতাইকুলার মধুপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আছিয়া খাতুন (৩৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া আতাইকুলা থানার মধুপুর মৌগ্রামের আবুল কাশেম মৃধার মেয়ে।

মধুপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইছাহাক মিয়া জানায়, মঙ্গলবার সকালে বাবা-মার সঙ্গে টিকা নেওয়া জন্য মধুপুর স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিলেন আছিয়া। স্বাস্থ্য কেন্দ্রের সামনে ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসটি পার্শ্ববর্তী একটি খাদে নেমে গেলে বাসে থাকা অন্তত ৫ যাত্রী আহত হন।

Link copied!