• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

স্মৃতিসৌধে প্রবেশে বাধা দেওয়ায় হামলা, আহত ৬


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৯:৩৮ পিএম
স্মৃতিসৌধে প্রবেশে বাধা দেওয়ায় হামলা, আহত ৬
ছবি: সংবাদ প্রকাশ

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে আসা দর্শনার্থীদের প্রবেশে বাধা দেওয়ায় পুলিশ-আনসারসদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। দর্শনার্থীদের এই হামলায় পুলিশ-আনসারসদস্যসহ ৬ জন আহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন : আনসার জহিরুল ইসলাম ,আলমগীর ও মোসারফ।এবং পুলিশ সদস্য শামীমসহ আরও দুই স্মৃতিসৌধের কর্মচারী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে কয়েক হাজার দর্শনার্থীরা ঘুরতে আসে। এ সময় স্মৃতিসৌধের প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুশিলের সদস্য ও আনসাররা তাদের বাধা দেয়। এতে উত্তেজিত দর্শনার্থীরা পুলিশ ও আনসার সদস্যদের উপর হামলা চালায়।

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, “গত ১৩ জানুয়ারি থেকে সরকারি বিধিনিষেধ অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ করা হয়েছে। হঠাৎ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে কয়েক হাজার দর্শনার্থী আসে। পরে তারা প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেয় দায়িত্বরত পুলিশের কর্মকর্তা ও আনসার সদস্যরা। এ সময় উত্তেজিত দর্শনার্থীরা ভাঙচুর ও পুলিশ এবং আনসার সদস্যদের উপর হামলা চালায়।

Link copied!