নাটোরের বড়াইগ্রামে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে বনপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণও করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন।
বনপাড়া পৌর এলাকার বিভিন্ন বাজার ও বাইপাস এলাকায় মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন মার্কেটে, দোকানে,পথচারী এবং বিভিন্ন পরিবহনে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন বলেন, “করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”