• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠে রহস্যজনক মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৭:০৬ পিএম
স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠে রহস্যজনক মৃত্যু

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আলম গেস্ট হাউস নামক একটি আবাসিক হোটেল থেকে সঞ্জয় তালুকদার নামের এক পর্যটকের মরদেহ পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা বের করার চেষ্টা করছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে হোটেল কক্ষ থেকে সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেল কক্ষে সঞ্জয়ের সঙ্গে নুপুর নামে এক নারীও ছিলেন।

নুপুর জানান, আজ সকালে বাথরুম থেকে বের হয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সঞ্জয়কে পড়ে থাকতে দেখেন তিনি। তাৎক্ষণিক তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা ট্যুরিস্ট পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

আলম গেস্ট হাউস কর্তপক্ষের মাধ্যমে জানা যায়, বুধবার (১ ডিসেম্বর) সঞ্জয় এবং নুপুর দুইজনই স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ২০৫ নম্বর কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্ট্রার খাতায় তারা সিরাজগঞ্জের থাইংসিঙ্গাপুর ভুঁইয়াঘাঁটি এলাকার বাসিন্দা বলে উল্লেখ করেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, “এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা-উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।”
 

Link copied!