• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

স্বামী-স্ত্রী একে অপরকে গলা কেটে হত্যার চেষ্টা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৪:৪৮ পিএম
স্বামী-স্ত্রী একে অপরকে গলা কেটে হত্যার চেষ্টা

বগুড়ায় সদর উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রী একে অপরকে ধারলো অস্ত্রের আঘাতে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এরুলিয়ার বানদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বানদিঘী পশ্চিমপাড়ার হিরু শেখের ছেলে গোলজার শেখ (২৫) ও তার স্ত্রী সুইটি বেগম (২২)। আহত দুজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গোলজার ও সুইটি প্রেমের সম্পর্কের মাধ্যমে তিন বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। তারই রেশ ধরে সোমবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। একসময় গোলাজার ধারলো বাটাল দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন। এসময় স্ত্রী সুইটি বেগমও ব্লেড দিয়ে স্বামীর গলায় আঘাত করেন। পরে পরিবারের লোকজন দুজনকেই উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!