• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৪:১২ পিএম
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
গ্রেপ্তার কামরুল। ছবি : সংবাদ প্রকাশ

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন কামরুল, জীবন, সুমন ও আলা। পরে রাতে অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন জোর করে তাদের গ্যারেজে নিয়ে স্বামীকে বেঁধে ফেলেন। পরে তারা নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, “এ ঘটনায় আজ (শনিবার) সকালে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।”

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, ‍“ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!