• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

স্ত্রীর মামলায় গ্রেপ্তার সওজের প্রকৌশলী 


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ১০:৩৭ এএম
স্ত্রীর মামলায় গ্রেপ্তার সওজের প্রকৌশলী 

স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন মাগুরা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আহসানুল কবির টিটো।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঝিনাইদহ র‍্যাবের একটি দল মাগুরা থেকে আহসানুল কবিরকে গ্রেপ্তার করে শৈলকুপা থানায় হস্তান্তর করে। বুধবার (১ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

যৌতুকের দাবিতে নির্যাতন করায় ওই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী শাহানাজ পারভীন।

টিটো শৈলকুপা উপজেলার কোর্টপাড়া এলাকার মৃত গোলাম মজনুর ছেলে। 

পুলিশ জানায়, আহসানুল কবির ৩০ অক্টোবর স্ত্রীকে যৌতুকের টাকার জন্য বেধড়ক মারধর করে ঘরে আটকে রাখেন। এ ঘটনায় শাহানাজ পারভীন শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার পর থেকে আহসানুল কবির পলাতক ছিলেন। 

Link copied!