• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

স্ত্রীর ওপর হামলার ঘটনায় রোহিঙ্গা স্বামী আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৯:৪৬ পিএম
স্ত্রীর ওপর হামলার ঘটনায় রোহিঙ্গা স্বামী আটক

কক্সবাজারের  টেকনাফে উনচিপ্রাং ক্যাম্প এলাকা থেকে স্ত্রীর ওপর হামলার ঘটনায় স্বামী রমিজ (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে হোয়াইক্যং ইউপি ওই ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রমিজ একই ক্যাম্পের ব্লক-সি/৪ এর বাসিন্দা নুর হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

তারিকুল ইসলাম বলেন, গত ১৪ নভেম্বর রোববার রাতে উনচিপ্রাং ২২ক্যাম্পের ব্লক-সি/৪ বাসিন্দা রমিজ তার স্ত্রী সবিকাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। ওই ঘটনায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে স্বামী রোহিঙ্গা রমিজকে আটক করতে সক্ষম হয়। আটককৃত রোহিঙ্গা আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Link copied!