সাভারে পারিবারিক কলহের জের ধরে বৃষ্টির আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর শ্বশুর বাড়িতে খবর দিলেন ঘাতক স্বামী।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাজুউদ্দিন সরকারের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে বৃষ্টি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর থেকে স্বামী আশরাদুল ইসলাম (২৮) পলাতক রয়েছেন।
আশরাদুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ফেরি নারায়পুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। বৃষ্টি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে।
নিহতের মামা মোস্তাফিজুর রহমান বলেন, “সকাল ৮টার দিকে বৃষ্টির খালা আসমাকে ফোন করেন আশরাদুল। আশরাদুল বলেন, বৃষ্টি মারা গেছে। আপনারা বৃষ্টির লাশ নিয়ে যান। পরে আশুলিয়ার কাঠগড়ার ওই এলাকায় গিয়ে দেখি বৃষ্টির নিথর দেহ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, “লাশ বিছানার ওপর পড়েছিল। ঘরে বাইরে থেকে দরজা বন্ধ ছিল। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তার স্বামী তাকে হত্যা করে পালিয়েছে।”