• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

স্কুলশিক্ষার্থীদের টিকা প্রদান


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৭:৫২ পিএম
স্কুলশিক্ষার্থীদের টিকা প্রদান

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় স্কুল শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন টিকা প্রদান শুরু হয়েছে। বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রায় বিশ হাজার ছাত্র শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভৈরব ট্রমা সেন্টার হাসপাতালে টিকা দান কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান সবুজ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. খোরশেদ আলম। 

স্থানীয় ভৈরব সরকারি কেবি পাইলট ও এমপি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ছাত্র-ছাত্রীকে করোনা সংক্রমণের প্রতিষেধক ফাইজার (ভ্যাক্সিন) টিকা দেওয়া হয়েছে।

টিকা নেওয়ার পর এখনো কোনো ছাত্র ছাত্রীর পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা দেখা দেয়নি। তবে বর্তমানে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক, মাদ্রাসা ও কলেজসহ ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের ও টিকা প্রদানের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের টিকা প্রদানের আওতায় আনা হবে বলে জানান করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. খোরশেদ আলম।

শনিবার থেকে শুরু হওয়া টিকা প্রদান কার্যক্রম আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন টিকা দেওয়া হবে প্রায় তিন হাজারের বেশি ছাত্র-ছাত্রীকে।
 

Link copied!