• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা বন্ধ থাকবে


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৯:২৫ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা বন্ধ থাকবে

শনিবার (৭ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ‘টেরিয়াল’ নামক স্থানে মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য যানবাহন চলাচল দেড় ঘণ্টার জন্য বন্ধ থাকবে। জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, চট্টগ্রাম সড়ক বিভাগাধীন ঢাকা (যাত্রাবাড়ী) কুমিল্লা (ময়নামতি)- চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের ১৯৬ কিলোমিটারে ‘টেরিয়াল’ নামক স্থানে স্টিল ফুটওভার ব্রিজের নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য শনিবার ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

Link copied!