ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির নতুন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর অসুস্থ হয়েছেন।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভান্ডারিয়া উপজেলার রাজমিস্ত্রী আসাদুল ও মহিষকান্দি গ্রামের মজনু।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মহিষকান্দি গ্রামের মিরাজ খানের নির্মাণাধীন বাড়ির নতুন সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করে সেন্টারিং কাঠ খুলতে গেলে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন রাজমিস্ত্রী আসাদুল। এ অবস্থা দেখে প্রতিবেশী যুবক মজনু মিস্ত্রীকে উদ্ধার করতে ট্যাংকির ভেতরে প্রবেশ করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। এ সময় শুভ নামের প্রতিবেশী আরেক যুবক দু’জনকে উদ্ধার করতে গেলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে তিনজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজনু ও আসাদুলের মৃত্যু হয়। শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।