• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে’


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ১২:২৪ পিএম
‘সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে’

পশুর নদে ফিটনেসবিহীন নৌযান চলাচলের ফলে প্রতিনিয়ত তেল-কয়লাভর্তি জাহাজডুবির ঘটনা ঘটছে। ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এছাড়া শিল্পায়ন, পরিবেশ-প্রকৃতিবিরোধী উন্নয়ন কর্মকাণ্ড, দখল এবং দূষণেও বিপর্যস্ত হয়ে পড়েছে সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খাল। 

সোমবার (১৪ মার্চ) সকালে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মোংলার চিলা বাজারসংলগ্ন পশুর নদের পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং জবা নারী দলের আয়োজনে অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সকাল ১১টায় ‘জীববৈচিত্র্যের জন্য নদী’ স্লোগানে সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খাল দখল এবং দূষণের কবল থেকে রক্ষার দাবিতে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। কর্মসূচিতে অন্যদের বক্তব্য দেন বাপা নেতা এম এ সবুর রানা, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল, নদীকর্মী হাছিব সরদার, চন্দ্রিকা মণ্ডল।

বক্তারা ভৈরব নদ এবং শরণখোলার বলেশ্বর নদকে দখল এবং দূষণমুক্ত করার দাবিও জানান।

এ সময় অংশগ্রহণকারীরা ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’, “প্লাস্টিক দূষণ বন্ধ করো’, ‘ক্লিন রিভার হেলদি লাইফ’, ‘পশুর নদ বাঁচাও, সুন্দরবন বাঁচাও’, ‘টাইম ফর ন্যাচার’ ইত্যাদি লিখিত স্লোগানের পোস্টার-ফেস্টুন প্রদর্শন করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!