ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফেনী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু।
রোববার (৫ ডিসেম্বর) আগামী ছয় মাসের জন্য চার সদস্য বিশিষ্ট কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক ক্ষমতাবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান এবং অভিভাবক প্রতিনিধি কিরণ চৌধুরী।
নবনির্বাচিত সভাপতি জিয়া উদ্দিন বাবলু বলেন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বালিগাঁও এর কৃতি সন্তান শুসেন চন্দ্র শীলের নেতৃত্বে কাজ করে যাবো।
কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করায় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সকল কর্মকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।