সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে আজ শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত দুইজনই সিলেট জেলার বাসিন্দা।
ওই সময় ৮২১ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের হার শতকরা ১০ দশমিক ৭২ ভাগ। যা আগের দিন ছিল ৮ দশমিক ৮৬ ভাগ।
করোনায় আক্রান্ত ৮৮ জনের মধ্যে সিলেট জেলার ৭৯ জন ও হবিগঞ্জ জেলায় ৯ জন রয়েছেন। এ সময় সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কেউ আক্রান্ত হননি।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি মাসের শুরু অর্থাৎ ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল উর্ধ্বমুখী। এদিন শনাক্তের হার ছিল ১ দশমিক ৩১ ভাগ, ২ জানুয়ারি শূন্য দশমিক ৪২, ৩ জানুয়ারি ১ দশমিক ২০ ও ৪ জানুয়ারি ১ দশমিক ৫২ ভাগ।
এরপর ৬ জানুয়ারি ২ দশমিক ৮৮ ভাগ, ৭ জানুয়ারি ১ দশমিক ৬১ ভাগ, ৮ জানুয়ারি ৩ দশমিক ০৯ ভাগ, ৯ জানুয়ারি ২ দশমিক ৮৫ ভাগ, ১০ জানুয়ারি ৪ দশমিক ৮০ ভাগ, ১১ জানুয়ারি ৪ দশমিক ১০ ভাগ, ১২ জানুয়ারি ৫ দশমিক ১৭ ভাগ, ১৩ জানুয়ারি ৬ দশমিক ৬২ ভাগ, ১৪ জানুয়ারি ৮ দশমিক ৮৬ ভাগ ও আজ ১৫ জানুয়ারি সর্বোচ্চ সংক্রমিত হচ্ছে ১০ দশমিক ৭২ ভাগ। প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আটজন। এ নিয়ে হাসপাতালে মোট চিকিৎসারত আছেন ২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০, সুনামগঞ্জ ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার জেলায় দুইজন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট রোগীর সংখ্যা ৫৫ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ১০৮ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যুবরণ করছেন ১ হাজার ১৮৫ জন।
করোনা সংক্রমণ রোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।