• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

সিলেটে করোনায় ৩ জনের মৃত্যু


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৩:২৬ পিএম
সিলেটে করোনায় ৩ জনের মৃত্যু

সিলেটে করোনায় গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত সকলেই সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৩৪ জন। একই সময় সিলেট বিভাগে ১ হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে বিভাগে শনাক্তের হার হচ্ছে ১৯ দশমিক ৪০ শতাংশ, যা আগেরদিন ছিল ২১ দশমিক ৬৮ শতাংশ।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ১৭৩ জন। 
 

Link copied!