• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

সিলেটে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:৩৪ এএম
সিলেটে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল

সিলেট বিভাগে মঙ্গলবার (৬ জুলাই) সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড (৩৮৭ জন) হয়েছিল। বুধবার (৭ জুলাই) এ বিভাগে হলো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। রেকর্ড ৯ জনের মৃত্যুতে সিলেটে করোনায় প্রাণহানির সংখ্যা ছাড়াল ৫০০।

আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০২ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে সিলেট জেলা। এখানে মারা গেছেন ৪০৭ জন। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ৩৮ জন ও হবিগঞ্জে ২২ জনের মৃত্যু হয়েছে মহামারির ছোবলে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, গত বছরের ১০ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৫০২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাক্রান্ত হয়েছেন এ বিভাগের ২৭ হাজার ৭১৬ জন। তন্মধ্যে ২৪ হাজার ৩৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

Link copied!