• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

সাবেক স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ, যুবক গ্রেপ্তার


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৩:১৪ পিএম
সাবেক স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাথী আক্তার (২৫) নামের এক পোশাককর্মীকে এসিড নিক্ষেপের ঘটনায় তার সাবেক স্বামী মো. নাঈম মল্লিককে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। অনৈতিক কাজে বাধা দেওয়ায় এবং বিবাহ বিচ্ছেদের কারণে সাবেক স্ত্রীর মুখে এসিড ছুড়ে মারেন তিনি।

বুধবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৪।

এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার সাকরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৯ জানুয়ারি সাথী আক্তার বাবার বাড়িতে শয়ন কক্ষে রাতে ঘুমিয়ে ছিলেন। কৌশলে জানালা খুলে এসিড ছুড়ে মারে তার সাবেক স্বামী নাঈম। এতে ভুক্তভোগী সাথীর মুখ ও শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এছাড়াও ঝলসে যায় তার মা মোসাম্মৎ জুলেখা বেগম ও বোন ইতি আক্তারেরও শরীরের বিভিন্ন স্থান। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাথীর অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় নাঈমকে আসামি করে মামলা করা হয়েছে। র‌্যাবের গোয়েন্দা ও স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নাঈমকে গ্রেপ্তার করা হয়।

Link copied!