• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০৯:৩১ এএম

রাঙামাটির পর্যটন এলাকা সাজেকের দুটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১ ডিসেম্বর) রাত ৪টার পরে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘছুট রিসোর্টের কর্মকর্তা ফখরুল।

আগুনে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালী রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্টসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়। 

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

Link copied!