• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সবজি নিয়ে রাস্তায় বিক্ষোভ সমাবেশ 


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৩:৩৬ পিএম
সবজি নিয়ে রাস্তায় বিক্ষোভ সমাবেশ 

বরিশালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

সোমবার (১৪ মার্চ) দুপুরে নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে মহিলা দল বরিশাল জেলা ও মহানগর শাখা।

কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীমা আকবরের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনায় ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মারিয়া ইসলাম মুন্নি। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং বিশেষ অতিথি ছিলেন মীর জাহিদুল কবির জাহিদ।

সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান সরকার অবৈধ, আমরা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাই। সরকার দ্রব্যমূল্য বাড়িয়ে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণিত হয়েছে, তার উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া।”

এ সময় বিক্ষোভকারীদের বাঁধাকপি, ফুলকপি, চাল, সয়াবিন তেলের বোতল ও শালগম হাতে নিয়ে ‘ভাত দে নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ-সমাবেশে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা ম‌হিলা দলের সাবেক সভাপতি সায়লা আক্তার মিমু, পাপিয়া পারভিন, তস‌লিমা কালাম পলিসহ বিভিন্ন উপজেলার মহিলা দল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

Link copied!