ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরে কালীনাথ রায়ের বাজার এলাকায় একটি দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শিক্ষক প্রাণ গোপাল দে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কালীনাথ রায়ের বাজারের নিজ বাড়ি থেকে বের হন। বাড়ির সামনের রাস্তায় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শিক্ষক প্রাণ গোপাল ভোলা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক অবিনাশ নন্দী ও সদস্য সচিব ধ্রুব হাওলাদার। এছাড়া শোক জানিয়েছেন ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা।