বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী অফিসার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) যৌথ অভিযানে ১ হাজার ৭৩ বস্তা ইউরিয়া ও ড্যাপ সার উদ্ধার হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার ভবানীপুর বাজারে আকন্দ ট্রেডার্সে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, ভবানীপুর বাজারে খুচরা সার বিক্রেতা আকন্দ ট্রেডার্সের একটি গোডাউনে সহস্রাধিক বস্তা সার মজুদ করা রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও র্যাব-১২ অভিযান চালিয়ে সেখান থেকে পটাশ সার ৬৩৩ বস্তা, ড্যাপ সার ৪৪০ বস্তা জব্দ করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, “আমরা জানতে পারি বিপুল পরিমাণর সার মজুদ রয়েছে। এ জন্য আমরা সেখানে অভিযান চালাই। আমার সঙ্গে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল ইসলাম। এখান থেকে আমরা ১ হাজার ৭৩ বস্তা সার জব্দ করি।”