কক্সবাজারের উখিয়ায় এক শিশুকে অপহরণ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন মো. জুবাইর (২৮) নামের এক রোহিঙ্গা যুবক।
রোববার (১৩ মার্চ) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় শিশু অপহরণের ঘটনাটি ঘটে।
আটক মো. জুবাইর (২৮) হাকিমপারা ক্যাম্প-১৪ ব্লক, ১৭/ভি-২ এর নুরুল আমিনের ছেলে।
উদ্ধার হওয়া পাঁচ বছরের শিশু তাসপিয়া (৫) পালংখালী ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড মোছার খোলা এলাকার স্থানীয় বাসিন্দা মাহমুদুল হকের মেয়ে।
এ ব্যাপারে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, পালংখালী মোছার খোলা থেকে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের হাতে রোহিঙ্গা যুবক আটক হয়েছে।
ইউপি সদস্য ফয়েজ আহমেদ বলেন, উদ্ধার হওয়া শিশু এবং আটক রোহিঙ্গা যুবককে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। পরে অপহরণের বিষয়টি এপিবিএনকে অবগত করলে তারা ইউনিয়ন পরিষদে এসে রোহিঙ্গা যুবক জুবাইরকে তাদের হেফাজতে নিয়ে যায়।
ফয়েজ আহমেদ আরও জানান, কয়েক দিন আগেও একজনকে অপহরণ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে ৬০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে তার পরিবার।
এর আগে গত বছরের ডিসেম্বর মাসে কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপ এলাকা থেকে অপহরণ হয়েছিল চার শিক্ষার্থী। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে চার শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করেছিল এবং ওই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ রোহিঙ্গা আটকও করা হয়েছিল।