গাইবান্ধার ফুলছড়িতে এক স্কুলশিক্ষিকার গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণের অভিযোগে সাজু শেখ (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সাজু শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাজু শেখ ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার ওই স্কুলশিক্ষিকা নিজ বাড়ির গোসলখানায় গোসল করছিলেন। এ সময় সাজু শেখসহ কয়েকজন গোপনে গোসলের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি টের পেয়ে ওই শিক্ষিকা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
এ ঘটনায় শিক্ষিকার স্বামী বাদী হয়ে সাজু শেখসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযুক্ত সাজুকে সোমবার বিকেলে গ্রেপ্তার করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, এ ঘটনায় থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।