ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা মোটর মালিক সমিতি এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
বেহাল সড়ক চলাচলের উপযোগী করার দাবি পূরণ না হওয়ায় শনিবার (১৫ জানুয়ারি) এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ময়মনসিংহ চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি শংকর সাহা বলেন, গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ দ্রুত শেষ না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল ৬টা থেকে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচাল করবে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, “আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম। কিন্তু সড়কের কাজ শেষ হয়নি। আগামীকাল সকালে এ বিভাগের চার জেলা থেকে কোনো গণপরিবহন ঢাকায় যাবে না।”