• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন’


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৮:১১ পিএম
‘শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন’

সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সিইসি এ কথা বলেন।

কেএম নূরুল হুদা বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তবে এ জন্য তাকে আইনের আওতায় নিতে হবে এমন আচরণবিধি লঙ্ঘন তিনি করেননি।” 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো সমস্যা নেই।”

স্বাস্থ্য সুরক্ষার বিষয় উল্লেখ করে কেএম নূরুল হুদা বলেন, “করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও নির্বাচনী সমাবেশ এখন বন্ধের সুযোগ নেই। ভোটের দিন সব কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা রাখা হবে। ভোটার এবং নির্বাচন কাজে নিয়োজিত ব্যক্তিদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।”

এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Link copied!