• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

‘লেখাপড়ার পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতির চর্চা প্রয়োজন’


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০২:৪৫ পিএম
‘লেখাপড়ার পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতির চর্চা প্রয়োজন’

লেখাপড়ার পাশাপাশি সুস্থ ধারার সংস্কৃতিচর্চা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। তিনি বলেন, যারা সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করেন, তারা অনেক দিক থেকেই এগিয়ে থাকেন।

রোববার (২৭ মার্চ) সকালে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেল প্রশাসক বলেন, “যুগের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে এর জন্য দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। লেখাপড়া এবং খেলাধুলার পাশাপাশি বিজ্ঞান চর্চা করতে হবে, সংস্কৃতি চর্চা করতে হবে।” 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, রাশিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বিদ্যালয়য়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষিকা রেহেনা জামান।
 

Link copied!