• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

লঞ্চে আগুন : বিকেলে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৩:৩৩ পিএম
লঞ্চে আগুন : বিকেলে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে এখন পর্যন্ত ৩১ জন নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।

সোমবার (২৭ ডিসেম্বর) অজ্ঞাতদের লাশ শনাক্ত করতে ঝালকাঠি, বরিশাল ও বরগুনার নিখোঁজদের সর্বশেষ তালিকা বরগুনা জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নাম্বারে জমা দিয়েছেন স্বজনরা। কন্ট্রোল রুমের সমন্বয়কারী সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৬ ডিসেম্বর) রাত আটটা থেকে টেলিফোনে ও মাইকিংয়ের মাধ্যমে নিখোঁজ সকল স্বজনদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। 

কন্ট্রোল রুমের সমন্বয়কারী সাইদুর রহমান বলেন, “অজ্ঞাতদের লাশ শনাক্ত করতে এখন পর্যন্ত কন্ট্রোল রুমে ৩১ জন নিখোঁজের স্বজনরা তথ্য জমা দিয়েছেন। এছাড়াও অনেক স্বজন কন্ট্রোল রুমে তথ্য জমা দিতে আসতেছে।” 

সাইদুর রহমান আরো জানান, সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে বরগুনা সদর হাসপাতালে অজ্ঞাত লাশ শনাক্ত করতে ঝালকাঠি, বরিশাল ও বরগুনার নিখোঁজদের স্বজনের ডিএনএ নমুনা গ্রহণ করা হবে। নমুনা সংগ্রহের জন্য টিম এখনো বরগুনা এসে পৌঁছায়নি।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, নমুনা সংগ্রহের জন্য বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগকে ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালী ও বরগুনা সিভিল সার্জন মারিয়া হাসানের নেতৃত্বাধীন মেডিকেল টিম যৌথভাবে নমুনা সংগ্রহ করতে সাহায্য করবে।

Link copied!