• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা শিবিরে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৬:৩৯ পিএম
রোহিঙ্গা শিবিরে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ইরানী পাহাড় এলাকার ৫ নম্বর রোহিঙ্গা শিবিরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ মার্চ) বিকালে ক্যাম্পের ‘ডি’ ব্লক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। মধুরছড়া ক্যাম্পের রোহিঙ্গা নেতা (মাঝি) ডা. ফয়সাল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা নয়ন বলেন, ঘটনার পরপরই ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় ২ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। তবে কোনো হতাহতের তথ্য এখনো হাতে আসেনি। কী পরিমাণ ক্ষতি হয়েছে তাৎক্ষণিক বলা যাচ্ছে না। আগুনে বসতবাড়ি হারানো রোহিঙ্গাদের বিকল্প স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের  সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোথা থেকে আগুনের উৎপত্তি তার খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Link copied!