• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৮:৪৪ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী৷

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে থাইংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমার ইউনিয়ন পরিষদের পাশের এলাকা হাকিমপাড়া ১৪ নং রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের ১৪৫ নং বাড়ির মালিক হাফেজ আহমেদ তার স্ত্রী খালেদা বেগমকে (২৫) গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ নং ক্যাম্পের সিআইসি সুপ্রভাত চাকমা জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে ৷ তদন্ত শেষে কিভাবে হত্যা হয়েছে তা জানানো যাবে।

Link copied!