কক্সবাজারের উখিয়া কাম্পে আবারও আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ২৯টি ঘরবাড়ি। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (১৭ জানুয়ারি) রাত ২টার দিকে উখিয়ার ইরানী পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে এ আগুনের ঘটনা ঘটে। ক্যাম্প-৫ এর আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুনের এ ঘটনা ঘটে। আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫টি এবং ডি/২ এর ৪টি বসতি সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও এপিবিএন সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন)-এর অধিনায়ক নাইমুল হক জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসও আসে। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি।
এর আগে ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ৬০০টি ঘর পুড়ে যায়। ৪ হাজারের বেশি গৃহহীন হয়। ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। ওই সময় হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।