• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

রিকশাচালকের লাশ উদ্ধার


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৬:৫৫ পিএম
রিকশাচালকের লাশ উদ্ধার
ছবি: সংবাদ প্রকাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজ থেকে শহিদুল ইসলাম (৩২) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাসদাইর আমেনা গার্মেন্টস সংলগ্ন সেন্টুর গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শহিদুল ইসলাম বরিশালের মুলাদী থানার উত্তর পাতারচর গ্রামের মোখসের মিয়ার ছেলে বলে জানা গেছে।

এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম বলেন, “শহিদুল অনেক আগে অসুস্থ হয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন। সম্প্রতি তিনি আবার ফতুল্লায় চলে আসেন এবং সেন্টুর গ্যারেজে থেকে ভাড়ায় রিকশা চালাতেন।” 

কামরুল ইসলাম আরও বলেন, “নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন দেখতে পাইনি। আমার ধারণা, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন।” 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, “নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানাতে পারবো।”

Link copied!