• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ১২:৫০ পিএম
রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সাগরিকা এলাকায় রাসায়নিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সাগরিকার বিটাক বাজার এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান জানান, বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কোনো প্রাণহানি খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলের পাশেই চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!