• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রামপালে শিক্ষকদের মতবিনিময় সভা


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ০৩:৫৯ পিএম
রামপালে শিক্ষকদের মতবিনিময় সভা

বাগেরহাটের রামপালের শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷

শনিবার (১১ ডিসেম্বর)  সকাল ১০টায় রামপালের বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র ৷

বাঁশতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা দেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনুর রশিদ ৷

সভায় বিশেষ অতিথি হিসেবে রামপাল ইউএনও মো. কবীর হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন, আবুল কালাম ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, গিলাতলা সরকারি বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পালসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

Link copied!