• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রামপালে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে উপমন্ত্রী নাহার


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৫:৫৩ পিএম
রামপালে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে উপমন্ত্রী নাহার

বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহার বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। তিনি বৃহস্পতিবার সকাল ৮টায় পরিদর্শনে যান।

উপমন্ত্রী হাবিবুর নাহার বলেন, “ভূমিহীনদের কথা বিবেচনা এনে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে রামপালে এ প্রকল্পে অর্থায়ন করেছেন এবং ভবিষ্যতে এ প্রকল্প চলমান থাকবে। ভূমিহীন মানুষের সন্তানদের শিক্ষার কথা মাথায় রেখে স্কুল থেকে কম দূরত্বে এনে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউএনও মো. কবীর হোসেন, এসিল্যান্ড সালাউদ্দিন দীপু, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ভাইস-চেয়ারম্যান নুরুল হক লিপন, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, পিআইও মতিউর রহমান প্রমুখ।

Link copied!