নীলফামারীর ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনে রাজাকারের সন্তান অংশগ্রহণ করায় অনুষ্ঠান বর্জন করেছে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠে স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
ওই অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের ঘোষণা করা হয়। এতে উত্তেজিত হয়ে পড়েন অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাগণ। তাদের অভিযোগ উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল একজন রাজাকারের সন্তান। জাতীয় পতাকায় তার হাত দেওয়ার কোনো অধিকার নেই।
ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী বলেন, “ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান। তোফায়েলের বাবা শওকত আলী সরকার ছিলেন এলাকার চিহ্নিত কুখ্যাত রাজাকার। মহান স্বাধীনতা দিবসের এই দিনে একজন রাজাকারের সন্তান আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবে এটি আমার কোনোভাবেই মেনে নিতে পারি না।”
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, “সাবেক কমান্ডার নুরননবী উপজেলা নির্বাচনে আমার কাছে পরাজিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। যা সত্য নয়।”
মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জনের বিষয়ে জানতে চাইলে নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম কোনো মন্তব্য করতে রাজি হননি।