• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ২


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৩:১১ পিএম
রাঙামাটিতে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুইজ্জাছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেএসএস সন্তু লারমা দলের কমান্ডার তুজিম চাকমা (৩৫) ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের বাঘাইছড়ির পরিচালক জানং চাকমা (৩০)।

গুলিবিদ্ধ আহত ব্যক্তির নাম মনির হোসেন (২৫)। তাকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে বাঘাইছড়ি সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্দুকযুদ্ধের পর এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। বুধবার  এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপর মারিশ্যা জোনের বিজিবি ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

Link copied!