• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

যৌতুকের জন্য স্ত্রীর কবজি কেটে দিলেন স্বামী


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৮:৫০ এএম
যৌতুকের জন্য স্ত্রীর কবজি কেটে দিলেন স্বামী

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন স্বামী। এ ঘটনায় স্বামী রফিককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

তানভীর মাহমুদ পাশা জানান, গত ১৫ জানুয়ারি ফতুল্লার ভূইগর এলাকায় যৌতুকের টাকা না পেয়ে রফিক তার স্ত্রীকে বেঁধে চাপাতি দিয়ে কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর তাকে ঘরে তালা দিয়ে পালিয়ে যান। ওই ঘটনায় ১৬ জানুয়ারি রফিকের নামে ফতুল্লা থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূর ভাই। মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‍্যাবের গোয়েন্দা দল। ১০ ফেব্রুয়ারি র‍্যাব-১১ ও র‍্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা থেকে রফিককে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রায় দেড় বছর আগে রফিকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর রফিক ব্যবসার জন্য স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। তার স্ত্রী বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিলেও আরও এক লাখ টাকার জন্য রফিক প্রায়ই তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এরই জেরে গত ১৫ জানুয়ারি রাতে স্ত্রীকে বেঁধে চাপাতি দিয়ে কুপিয়ে তার ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলেন রফিক।

রফিককে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

Link copied!