• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

যুবলীগের বাধায় পণ্ড সিপিবির পথসভা


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৯:০২ এএম
যুবলীগের বাধায় পণ্ড সিপিবির পথসভা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতীতে কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডাকা মানববন্ধন ও পথসভায় ভয়ভীতি প্রদর্শন করে তা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা শহরের মেইন রোডে এ ঘটনা ঘটে। 

সিপিবির উপজেলা শাখার সদস্য শাহীন অভিযোগ করে বলেন, “মানববন্ধনে দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে সরকারের কাছে এ দাবি জানিয়ে আমরা বক্তব্য রাখছিলাম। এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ও তার লোকজন আমাদের বাজে ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আমরা সরকারবিরোধী বক্তব্য দিচ্ছি অভিযোগ তুলে আমাদের নেতা-কর্মীদের শার্টের কলার ধরে টানাটানি করে। সেই সঙ্গে কয়েকজন কর্মীকে মারধর করে।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, কমিউনিস্ট পার্টির লোকজন মেইন রোড অবরোধ করে মানববন্ধনের নামে সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছিল। আর এ পথসভা করার বিষয়ে পুলিশ প্রশাসনের অনুমতি আছে কি না, তা জানতে চাওয়া হয়। এর সদুত্তর দিতে না পারায় তাদের সেখান থেকে সরে যেতে বলা হয়।   

Link copied!