• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুবকের হাত কোপ দিয়ে বিচ্ছিন্ন, গ্রেপ্তার ২


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৩:৩১ পিএম
যুবকের হাত কোপ দিয়ে বিচ্ছিন্ন, গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় রিয়াজ শেখ (২৫) নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন ও হত্যাচেষ্টা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। 

বুধবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তাররা হলো ঘটনার মূল হোতা মো. হুমায়ন শেখ (১৮) ও তার সহযোগী মো. ফরহাদ শেখ (২৫)।

র‌্যাব-৮ ফরিদপুরের কোম্পানি অধিনায়ক শফিকুল ইসলাম জানান, প্রেমঘটিত কারণে গত ফেব্রুয়ারি সন্ধ্যায় মো. রিয়াজ শেখের হাত ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে বিচ্ছিন্ন করে তাকে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় হুমায়নকে কুষ্টিয়া থেকে ও ফরহাদকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়।

হুমায়নের স্বীকারোক্তিতে জানা যায়, তার সঙ্গে পার্শ্ববর্তী এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ভিকটিম রিয়াজের কারণে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে হুমায়ন ৬ মার্চ দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় রিয়াজের হাত ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালান।

Link copied!