কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদী থেকে অপরিচিত যুবকের ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুরে দুধকুমার নদের সংযোগে স্লুইসগেটের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে। পরে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় পাওয়া যায়নি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) পলাশ চন্দ্র মণ্ডল জানান, লাশ বন্যার পানিতে দুধকুমারের উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত করা হবে। স্বজনদের পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।