গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের তারিয়া (৩৬) ও এবিএম উসমান গণি (৬৫), জামালপুর সরিষাবাড়ি হেলাল উদ্দিন (৪৫)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহের ভালুকার সিনথিয়া (২৮), শেরপুর সদরের শিউলি (১৭), জালাল উদ্দিন (৭০) ও তিথি (২৯)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউ’র ২২ জনসহ করোনা ইউনিটে ৩০০ রোগী ভর্তি চিকিৎসাধীন আছেন। এছাড়া নতুন ভর্তি হয়েছেন ৭০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬৬৩ টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৬৯ জন।