বিদ্যালয় থেকে নিজ বাড়িতে দুপুরের খাবার থেকে যাওয়ার সময়ে মৌমাছির কামড়ে সাইদুর রহমান (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুরে পাবনার সুজানগরের হাটখালীতে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান উপজেলার হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি হাকিমপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত নিফাজ উদ্দিনের ছেলে।
সুজানগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার প্রতিষ্ঠানের শিক্ষকদের বরাত দিয়ে জানান, বুধবার দুপুর দুইটার দিকে খাবার খাওয়ার জন্য বিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে একটি গাছে মৌমাছির চাক থেকে মৌমাছি এসে তাকে কামড়ায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষা কর্মকর্তা বলেন, “আব্দুল জব্বার একজন দক্ষ শিক্ষক ছিলেন। এলাকায় একজন জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় উপজেলার শিক্ষকদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।”
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নেবেন।