সিরাজগঞ্জে ভাষা আন্দোলনে বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদমিনার মুক্তির সোপানে মোমবাতি প্রজ্বালনের আয়োজন করে সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সাইফুল ইসলাম, অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, নব কুমার কর্মকার, বীরমুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন বানু, মনিরুজ্জামান মনি, আলম, প্রেসক্লাবের সভাপিত হেলাল আহমেদ প্রমুখ।