• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা!


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৭:২৮ পিএম
মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা!

খুলনার পাইকগাছা উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় ফারিয়া ইয়াসমিন সুমি (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২০) মার্চ দুপুরে নিজ ঘরের আড়ায় ওড়নাতে ঝুঁলে আত্মহত্যা করে সুমি। সে পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের আবুল কাসেমের মেয়ে।

মৃতের পারিবারিক সূত্র জানা যায়, মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে সুমি ওই ঘটনা ঘটিয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!