• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৭:৫৯ পিএম
মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩
দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল/ছবি : সংবাদ প্রকাশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় দুই মোটরসাইকেল ও গ্যাস সিলিন্ডার বহনকারী পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল-দুমকি মহাসড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বায়েজিদ (১৪), ইউসুফ (৩৩) ও হিরা (১৮)। আর আহতরা হলেন মানিকসহ অজ্ঞাত আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষক ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে বাউফলের বগা ফেরিঘাট এলাকার দিকে যাচ্ছিল। এ সময় মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে তাদের পিছন থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু। পরে বরিশাল নেওয়ার পথে ইউসুফ ও হিরার মৃত্যু হয়।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, “এ ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপসহ ড্রাইভার জহিরুল ইসলাম ও হেল্পার জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।”

এছাড়া তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!